বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

আকু বিল পরিশোধের পর কমলো রিজার্ভ

  • সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫.২৫ পিএম
  • ১৪ জন

‎এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মে ও জুন মাসের আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। আকুতে রেকর্ড ২০১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে মোট রিজার্ভ গতকাল সোমবার ২ হাজার ৯৫২ কোটি ডলারের নেমেছে। যা গত বুধবার ছিল ৩ হাজার ১৭১ কোটি ডলার।

‎আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২ হাজার ৪৪৫ কোটি ডলারে নেমেছে।

‎মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। ‎তিনি জানান, আমদানি বিলের দায়ের বিপরীতে আকুতে ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

‎আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।

আকুর সদস্য দেশগুলো হচ্ছে— বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com