ক্লাব বিশ্বকাপে আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু। আর এবার ব্রাজিলিয়ান জাদুতে বশীভূত হলো চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান। শার্লটে গতকাল রাতে শেষ ষোলোর লড়াইয়ে ইন্টারকে ২–০ গোলে হারিয়ে ফিরতি বিমানের টিকিট ধরিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এই জয়ে ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ফ্লুমিনেন্স।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। শুরুতে গোল খেয়েও দমে যায়নি ইন্টার। আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। কিন্তু এগিয়ে থাকা ফ্লুমিনেন্সের প্রতিরোধ ভেঙে গোল আদায়ের আসল কাজটাই করতে পারেনি তারা।
বিরতির পরও দেখা মিলেছে একই দৃশ্যের। দারুণভাবে পাল্টা জবাব দিয়ে ইন্টারকে বারবার হতাশ করেছে ফ্লুমিনেন্স। ইন্টার কাঙ্ক্ষিত গোলটি না পেলেও যোগ করা সময়ে ফ্লুমিনেন্স ঠিকই দ্বিতীয় গোলটি আদায় করে নেয়। বদলি নামা হারকিউলিস ৯৩ মিনিটে গোল করে নিশ্চিত করেন ইন্টারের বিদায়।