ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২২ জুন) কাতারি সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে দাবি করা হয়েছে, ইরানের শক্তিশালী ও সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ‘এখন আর নেই’ বা ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।
এই পোস্টটি একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। এটি কোনো সরকারি বা সামরিক সূত্র নয়।
ট্রাম্প অতীতে বহুবার এমন যাচাই না করা সূত্র থেকে তথ্য শেয়ার করেছেন। তবে এবারের বিষয়টি স্পর্শকাতর, কারণ এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতির সঙ্গে জড়িত।
এর আগে ট্রাম্প নিজেই দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে—ফোর্দো, নাতাঞ্জ ও এসফাহান। হামলাকালে ফোর্দোতে শক্তিশালী নিক্ষেপ করা হয়েছে।