শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

রাবাদাদের পর স্টার্কদের দাপট

  • সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০.৩৩ এএম
  • ১২০ জন

দিনের শুরুতে দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। ছন্দটা ধরে রেখে অস্ট্রেলিয়াকে অল্পতে গুটিয়ে দিতে পেরেছে প্রোটিয়ারা। প্রোটিয়াদের দেখাদেখি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের শেষ বেলায় প্রতাপ বিস্তার করেছে অস্ট্রেলিয়ার বোলাররাও। তাই তো বোলারদের দিনে ৪৩ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে ফেলেছে আফ্রিকান টিমটি। লর্ডসের ১৪ উইকেটের দিনে ক্যাপ্টেন টেম্বা বাভুমার দল এখনো ১৬৯ রানে পিছিয়ে।

তার শুরুর ধসটা সামাল দিয়ে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। তার সঙ্গে ফিফটি হাঁকিয়েছেন বিউ ওয়েবস্টারও। তবে দুজনের ব্যাটিং দৃঢ়তার পরও বড় স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে প্যাট কামিন্সের দল অলআউট হয়েছে ২১২ রানে। ৫১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা। ৩ উইকেট পেয়েছেন মার্কো জানসেন।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়েন দুই অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা ও মার্নাস লাবুশেন। দলীয় রান ১২-এর ঘরে পৌঁছাতেই উসমান খাজাকে ফেরান কাগিসো রাবাদা। ফার্স্ট স্লিপে থাকা বেডিংহামের দুর্দান্ত ক্যাচে পরিণত হন ২০ বল খেলে কোনো রান না করা খাজা।

খাজার বিদায়ে লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন ক্যামেরন গ্রিন। তিনি টিকতে পেরেছেন মাত্র তিন বল। দলীয় ১৬ রানের মাথায় তাকেও বিদায় করেন রাবাদা। এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ৩ বলে ৪ রান করে ফেরেন তিনি। দ্রুত ২ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টেনে নেন স্টিভ স্মিথ ও লাবুশেন। দুজনের দলীয় রান পঞ্চাশের কাছাকাছি যেতেই আঘাত হানেন মার্কো জানসেন। ৫৬ বলে ১৭ রান করে ফিরে যান লাবুশেন।

তিন উইকেট পতনের পর স্মিথের সঙ্গে জুটি বাঁধেন ট্রাভিস হেড। তবে উড়তে থাকা প্রোটিয়া বোলিং লাইনআপের সামনে তিনিও টিকতে পারেননি। জানসেনের বলেই ১৩ বলে ১১ রান করে ফিরে যান হেড। দ্রুত ৪ উইকেট হারানো দলকে পথ দেখান স্মিথ ও বাউ ওয়েবস্টার। স্মিথ ও ওয়েবস্টার মিলে দলকে পার করেন শতরানের ঘর। স্মিথ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৪২তম ফিফটি।

এই ফিফটি দিয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন স্মিথ। পেছনে ফেললেন অ্যালান বোর্ডার ও ভিভ রিচার্ডসকে (দুজনের ১৭টি)। ইংল্যান্ডে স্মিথের ফিফটি এখন ১৮টি। লর্ডসে বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানও স্মিথের। তার রান এখন ৫৭৮। পেছনে ফেলেছেন সোবার্স (৫৭১) ও ডন ব্র্যাডম্যানকে (৫৫১)। রেকর্ড গড়ে অবশ্য বেশিদূর যেতে পারেননি স্মিথ। ৬৬ রানেই তাকে ফিরিয়েছেন মার্করাম। বাকি পথ পাড়ি দিচ্ছেন ওয়েবস্টার ও আলেক্স কেরি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২১২/১০ (স্মিথ ৬৬, ওয়েবস্টার ৭২, কেরি ২৩, লাবুশেন ১৭; রাবাদা ৫/৫১ ও জানসেন ৩/৪৯)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৩/৪ (রিকেলটন ১৬, বেডিংহ্যাম ৮; স্টার্ক ১/১০, হ্যাজেলউড ১/১০)। (প্রথম দিন শেষে)

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com