গতকালই স্পেন থেকে ব্রাজিলে পা রাখেন কার্লো আনচেলোত্তি। রাজসিকভাবে ব্রাজিলিয়ানরা ইতালিয়ান এই কোচকে বরণ করে নেয়। সেলেসাওদের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার ব্যবধানে ব্রাজিলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করেছেন আনচেলোত্তি।
জুনের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দলে জায়গা হয়নি নেইমারের।
সদ্যই ইনজুরি থেকে ফেরায় এই তারকাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাননি ব্রাজিলের নতুন কোচ। জায়গা হারিয়েছেন আরেক ফরোয়ার্ড রদ্রিগোও।
তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো। রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির অধীনে খেলার অভিজ্ঞতা আছে ৩৩ বছরের এই মিডফিল্ডারের।
আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আছেন রাফিনিয়া, রিচার্লিসনরা।