দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গতকাল সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সংবাদ সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।