গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রোববার ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মী বিভাগের শীর্ষ কর্মকর্তা ও একজন সাংবাদিক রয়েছেন— এমন তথ্য দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চিকিৎসাকর্মীরা জানান, দক্ষিণের খান ইউনিস, উত্তরের জাবালিয়া ও মধ্য গাজার নুসাইরাতে এসব হামলা চালানো হয়।
জাবালিয়ায় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য রোববার সকালে নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোরে গাজা শহরের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ফাহমি আল-জারজাউই স্কুলে নেতানিয়াহু বাহিনী বোমাবর্ষণ করে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বোমা হামলার ফলে স্কুলে লাগা আগুন নেভাতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। এই হামলায় স্কুলটি প্রায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা রয়েছেন।
তবে, ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।