লিওনেল মেসির ডাকে সাড়া দিয়ে একে একে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন তার তিন সাবেক বার্সেলোনা সতীর্থ—লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। দলটির কোচের দায়িত্বে আছেন তার আরেক স্বদেশি সাবেক সতীর্থ মাশ্চেরানো।
এবার মিয়ামির জার্সিতে দেখা যেতে পারে মেসির প্রিয় বন্ধু আনহেল দি মারিয়াকেও। দ্য টাইমস জানিয়েছে, মিয়ামি দি মারিয়াকে দলে নেওয়ার পরিকল্পনা করছে। ইতোমধ্যে মিয়ামিতে বাড়িও দেখে এসেছেন এই আর্জেন্টাইন।