গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বরোচিত হামলায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ৫১ ও দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে উত্তর গাজায় ৪৫ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে। হাসপাতালে ওই হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরো ১ লাখ ১৯ হাজার ৭২১ জন।
গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭ হাজার ৭০০ জন। ইসরাইলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।