পাকিস্তানের হামলায় ভারতশাসিত কাশ্মীরের সরকারি কর্মকর্তা রাজৌরি শহরের জেলা কমিশনার রাজ কুমার থাপ্পাসহ কয়েকজন নিহত হেয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স পোস্টে তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকালে আল জাজিরা ও এনডিটিভি এতথ্য জানিয়েছে।
ওমর আব্দুল্লাহ বলেন, এই প্রাণহানিতে আমার শোক প্রকাশের ভাষা নেই।
গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি (রাজ কুমার থাপ্পা) একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি।
ওমর আব্দল্লাহ বলেন, আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।
এর আগে ৮ ও ৯ মে মাঝরাতে ৩৬টি স্থানে প্রায় ৩০০-৪০০টি ড্রোন ব্যবহার করে লাইন অব কন্ট্রোল (এলওসি) ডিঙিয়ে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তান। শুক্রবার এমন অভিযোগ করেছে ভারত। এসব ড্রোনের মাধ্যমে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।