শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জে টোলপ্লাজায় অগ্নিসংযোগ

  • সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৪.১২ পিএম
  • ২০৫ জন

মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এদিন সকালে সিংগাইরের ধল্লা এলাকা থেকে সেতুর টোল আদায় বন্ধে মিছিল নিয়ে যায় কয়েকশ মানুষ। এরপর সেতুতে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা টোলপ্লাজায় অগ্নিসংযোগ করে।

এসময় বিক্ষোভের কারণে সেতুতে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী-চালকরা।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।

উল্লেখ্য, ২০০০ সালে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুতে ৩ চাকার পরিবহনের টোল মওকুফ করা হয় ২০১৩ সালে। কিন্তু এরপরও নিয়মিত সেতুতে টোল আদায় করা হয়।

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com