টস শেষে খেলার শুরুতে হাত মেলানোটা ক্রিকেট তো বটেই, যে কোনো খেলারই একটা ঐতিহ্য। তবে শেষ কিছুদিন ধরে সেই হাত মেলানো এড়িয়ে যাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদের একটা অভিনব উপায়। এবার সেই ‘ট্রেন্ডে’ নাম লেখালেন বাংলাদেশের ‘প্রতিনিধি’ জাওয়াদ আবরার। টস শেষে ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে হাত মেলাননি তিনি।
ভারত অধিনায়কের সঙ্গে কেন হাত মেলাননি, তা খুবই স্পষ্ট। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে বরফ জমেছে শেষ এক বছর ধরে। গেল বছর বাংলাদেশ সফরে আসেনি ভারত। এরপর চলতি বছরের শুরুতে ভারতে ‘চলমান পরিস্থিতির’ কারণে কারণে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেঁটে ফেলার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা আরও তলানিতে গিয়ে ঠেকেছে। এখন নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে আইসিসির কাছে।
ঠিক এমনই এক পরিস্থিতিতে অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। নিজেদের প্রথম ম্যাচে টস শেষে ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে যাওয়া জাওয়াদ আবরার।
এই টস শুরুতে বৃষ্টির কারণে একটু দেরিতে অনুষ্ঠিত হয়েছে। এরপর টস করতে অবশ্য করার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। তবে তিনি অনিবার্য কারণে উপস্থিত থাকতে না পারায় টস করতে যান জাওয়াদ আবরার।
টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষেই কথা বলেছে। বুলাওয়ের ভেজা উইকেটের ফায়দা তুলতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ।
তবে টস শেষে দুই দলের প্রতিনিধির হাত না মেলানো চলে এসেছে আলোচনায়। এর আগে এমন দৃশ্যের দেখা মিলছিল ভারত পাকিস্তানের ম্যাচে। এশিয়া কাপের তিন ম্যাচের একটিতেও হাত মেলাননি দুই দলের অধিনায়ক। এবার দুই বোর্ডের চলমান টানাপোড়েনের কারণে সেই দৃশ্য দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও।
যুব ক্রিকেটে ভারতের বিপক্ষে শেষ তিন ম্যাচের ২টিতে জিতেছে বাংলাদেশ। সেই সংখ্যাটা ৪ ম্যাচে ৩ জয়ে নিশ্চয়ই উন্নীত করতে চাইবেন জাওয়াদ আবরাররা।