বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

  • সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৯.১২ এএম
  • ৩৪ জন

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে উত্তরাঞ্চলের ৯ জেলায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ১১ জানুয়ারি থেকে ৪ দিনের জন্য উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকেও গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় দলটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার সরকার ও নির্বাচন কমিশনকে জানিয়েছি—এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত থাকলে দেশে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে সব ধরনের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আবারও আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তার ইন্তেকালের পর অনুষ্ঠিত জানাজা ছিল স্মরণকালের বৃহত্তম। জানাজায় যে বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, সে জন্য দলের পক্ষ থেকে দেশের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া উদ্যোগ ও সহযোগিতার জন্যও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com