| নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামীসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৪৮/৩-এস থেকে প্রায় ৮১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলের ঘোনা নামক স্থান হতে বিওপির একটি চৌকস টহল দল বাংলাদেশী নাগরিক মোঃ হাবিল উদ্দিন (৩৮)–কে আটক করে। তিনি দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ভারতীয় চাদনী পাতার বিড়ি ৪ হাজার ২৮০ প্যাকেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা।
এছাড়াও একই দিনে মহিষকুন্ডি বিওপির টহল দল পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা ৯ কেজি আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
অপরদিকে চরচিলমারী বিওপির টহল দল পৃথক অভিযানে ভারতীয় পাতার বিড়ি ২ হাজার ৯৭০ প্যাকেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা। এছাড়া কাজীপুর বিওপির টহল দল বিশেষ অভিযানে চোরাচালানী পিয়াজের ফুল ২৩০ কেজি আটক করে, যার আনুমানিক মূল্য ২৩ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, এসব অভিযানে আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৫ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা।
এ ঘটনায় আটককৃত আসামীসহ জব্দকৃত চোরাচালানী পণ্য ও মোটরসাইকেল দৌলতপুর থানায় হস্তান্তর করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবির দৃঢ় অবস্থানের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।