সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে খাবারের গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করার অভিযোগ তুলে শ্রমিকরা কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। আন্দোলনের ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা হয়নি, যার ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেক শ্রমিক জানান, বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে গিয়ে তারা চরম সংকটে পড়েছেন। আন্দোলনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হলেও বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট তারিখ না পাওয়ায় শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শ্রমিক নেতারা জানান, দ্রুত বকেয়া বেতন পরিশোধ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, আর্থিক সংকটের কারণে বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে শ্রমিকরা তা মানতে নারাজ এবং অবিলম্বে বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন।