শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ড রায়ের পর যা বললেন কামাল

  • সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০.৩০ এএম
  • ৭৯ জন

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে এ বহুল আলোচিত মামলার রায় দেন তিন সদস্যের বিচারিক প্যানেল।

দুপুরে বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী ছয় অধ্যায় ও ৪৫৩ পৃষ্ঠার রায়ের পাঠ শুরু করেন। তার সঙ্গে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার এবং বিচারপতি শফিউল আলম মাহমুদ উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টা রায় পাঠের পর দুপুর ২টা ৫০ মিনিটে আদালত ঘোষণা করেন—চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, আগুন দেওয়া এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার দায়ে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।

রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই সোমবার বিকেল ৪টায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে (DW)–কে অডিও সাক্ষাৎকার দেন। সেখানে তিনি রায়, ট্রাইব্যুনালের বৈধতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিবেশী ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিস্তৃত প্রতিক্রিয়া জানান। তিনি সাক্ষাৎকারে বলেন—

“এই ট্রাইবুনালটা অবৈধ ট্রাইব্যুনাল। আমাদের এখানে যুদ্ধাপরাধী এবং গণহত্যার জন্য এই ট্রাইবুনাল তৈরি করা হয়েছিল। লিবারেশন ওয়ারের সময় গণহত্যা হয়েছে। কাজেই এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে লিবারেশন ওয়ারে যারা নাকি দেশে বিরোধিতা করেছে, আগুন ধরিয়েছ। মাইলের পর মাইল বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল তাদের জন্য। সে কোর্টে মুক্তিযোদ্ধদের বিচার হবে সেটি অবিশ্বাস্য। আমি মনে করি এই অবৈধ ট্রাইব্যুানালে রয়েছে একটি দলের সমর্থকরা। কাজেই তারা কি রায় দেবে আমরা আগে থেকে জানি। আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় এক্সেপ্ট করবে না।”

ডয়চে ভেলে তখন তাকে প্রশ্ন করে— “আপনার কি মনে হয় যে এই রায়ের পরে ভারতের উপর চাপ আরো বাড়বে আপনাদের কে হস্তান্তর করার জন্য?”

উত্তরে কামাল তিনি বলেন— “ভারত একটি বড় দেশ, পার্শ্ববর্তী দেশ। ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করে আসছে সব রকমভাবে। এখন এই অবৈধ সরকারকে ভারত কখনো পছন্দ করে না আমি জানি। সেখানে ভারত কিভাবে দেখবে সেটা ভারতের ব্যাপার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com