শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

  • সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২.৩৬ পিএম
  • ৫৫ জন

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পল্টন থানার ডিউটি অফিসার এসআই নিশাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্যাসিস্ট হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এরমধ্যে, ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’ এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদের’ ব্যানার টাঙাতে দেখা গেছে। এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিল।

বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগের করা নাশকতার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ১৭ তারিখের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।

এক পর্যায়ে ভবনের ভেতরের পরিত্যক্ত আসবাব একসাথে করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় বাইরে থাকা ভাস্কর্য ভাঙচুর করেন তারা।

দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগ সন্দেহে দুইজনকে পুলিশের হাতে তুলে দেন বিক্ষোভকারীরা। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন এসআই নিশাত।

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছেন এবং স্টেডিয়াম ও সচিবালয়- এই দুই দিকের অংশই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। ফলে সেখানে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সাধারণ মানুষ পায়ে হেঁটেই সেখানে চলাচল করছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com