কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটিয়ে উঠতে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা। এরফলে রেকর্ড ৪০ দিন ধরে চলা শানডাউনের অবসান হবে বলে আশা করা হচ্ছে। খবর এনবিসি নিউজের।
সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে রিপালিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের কারণে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের একটি দল সিনেটে রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে সমর্থন দিয়েছে। যার ফলে ৪০ দিনের অচলাবস্থার পর যে কোনো অগ্রগতির প্রথম পদক্ষেপ। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি পরিষেবা সম্পূর্ণভাবে পুনরায় চালু করার পথ প্রশস্ত করতে পারে।
তবে এখনো বেশ কিছু বাধা রয়ে গেছে। চুক্তিটি এখনো হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাস হওয়া প্রয়োজন। পাশাপাশি চুক্তির বিরোধিতাকারী ডেমোক্র্যাটরা প্রক্রিয়াটি ধীর করে দিতে পারে।
শাটডাউনের কারণে লাখ লাখ সরকারি কর্মী বেতন পাচ্ছেন না।