শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী গণমাধ্যম পোর্টাল বিনা নোটিসে বন্ধ হবে

  • সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০.৫২ এএম
  • ২৪ জন

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সতর্ক করার পরও অনেক গণমাধ্যম পোর্টালে এখনো জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ ধরনের বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিসে যে কোনো মুহূর্তে সংশ্লিষ্ট গণমাধ্যমের পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ বলেন, প্রায় সব মিডিয়ার পোর্টালে এখনো অনিরাপদ কনটেন্ট আসে। জুয়ার বিজ্ঞাপন আসে। এখান থেকে তারা টাকা পায়। জুয়ার অর্থ লেনদেনকারী অ্যাকাউন্টের তালিকা তৈরি হচ্ছে এবং যেসব পোর্টালে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে সেগুলো বন্ধ করা হবে।

তিনি বলেন, ট্রাফিক ক্ল্যাসিফাইয়ার এমনভাবে ডিজাইন করতে হবে যাতে পপ আপ ব্লক করা যায়। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে অ্যাক্টিভ ক্রলার ব্যবহার করে জুয়া ও ব্যাটিং বন্ধ করতে হবে। নভেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার চালু করার জানান তিনি।

তিনি আরো জানান, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) ও বিটিআরসির সহায়তায় চলতি বছর মে মাস থেকে চার হাজার ৮২০টি মোবাইলে আর্থিক সেবাদানকারী অ্যাকাউন্ট (এমএফএস) এবং এক হাজার ৩৩১টি পোর্টাল বন্ধ করা হয়েছে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, তরুণদের মাইন্ডসেট পরিবর্তনের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জুয়া প্রতিরোধ করতে হবে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, এনইআইআর চালু হলে মোবাইলে বিদ্যমান সিম পরিবর্তন করে পরবর্তী সিম চালু করতে নিবন্ধন প্রয়োজন হবে, ফলে এর মাধ্যম অপরাধ কমে আসবে।

সভায় বিএফআইইউয়ের প্রতিনিধিরা জানান, ইতোমধ্যে ৫৮ হাজার এমএফএস নাম্বার বন্ধ করা হয়েছে। জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও সিম ম্যাচিংয়ের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংকের সমন্বিত একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com