সারাদেশে আজ রোববার থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে এই মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
এতে আগামী ৩-৪ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে ।
আজ শনিবার দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও খবর পাওয়া গেছে। নেত্রকোনায় ৮৫ মিলিমিটার এবং রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া চট্টগ্রামের আমবাগান এলাকায় ৬১ এবং রাঙ্গামাটিতে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ রোববার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার পর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।