ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে দলের বড় তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন দলের কোচ লিওনেল স্কালোনি। জাতীয় দলের হয়ে বিশ্রাম পেলেও ক্লাবের হয়ে ঠিকই মাঠে নেমেছেন মেসি। আর নেমেই করলেন জোড়া গোল ও একটি অ্যাসিস্ট। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আটলান্টাকে ৪-০ গোলে হারাল মিয়ামি।
মায়ামির সাপোর্টার্স শিল্ড ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। এরপরও পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল তারা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে ৩৯তম মিনিটে এগিয়ে যায় মিয়ামি। ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়েছে দুই ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মেসি।
বিরতির পর ৫২তম মিনিটে মেসির মাপা লং পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা। এই অ্যাসিস্টের ফলে ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬-তে, ৪ শর মাইলফলক স্পর্শ করতে দরকার আর ৪টি অ্যাসিস্ট।
এরপর ৬১তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। এরপর ৮৭তম মিনিটে মেসি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন আলবার সহায়তায়। চলতি মৌসুমে এমএলএসে এটি মেসির ২৬তম গোল, যা লিগের সর্বোচ্চ।
এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচটি ইন্টার মায়ামি খেলবে আগামী ১৯ অক্টোবর নাশভিলের বিপক্ষে।