শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা আলবার

  • সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২.২০ পিএম
  • ৫৯ জন

ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন ইন্টার মিয়ামি তারকা জর্দি আলবা। মিয়ামির জার্সিতে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন ও বার্সেলোনার সাবেক লেফট ব‍্যাক। মঙ্গলবার এক ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে ৩৬ বছর বয়সী আলবা বলেন, ‘আমাদের জীবনের খুবই অর্থবহ একটি অ‍ধ‍্যায়ের সমাপ্তি টানা সময় এসেছে। এই মৌসুম শেষে আমি নিজের পেশাদার ফুটবল ক‍্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেটা করছি সম্পূর্ণ প্রতীতি, শান্তি ও সুখের সঙ্গে। কারণ, আমি অনুভব করছি এই পথে আমি হেঁটেছি আমার সম্পূর্ণ আবেগ নিয়ে এবং সম্ভাব‍্য সেরা উপায়ে আগের অধ‍্যায়ের সমাপ্তি টেনে নতুন অধ‍্যায় শুরু করার এটাই সঠিক সময়।’

‘ফুটবল আমাকে সত‍্যিই সবকিছু দিয়েছে। আমার সতীর্থ, কোচ, স্টাফ, ক্লাব কর্মচারী এবং প্রতিপক্ষ, যারা আমাকে নিজের সেরাটা দিতে বাধ‍্য করেছে, তাদের ধন‍্যবাদ। বিশেষ করে ধন‍্যবাদ জানাতে চাই যে ক্লাবগুলো আমার জীবনকে আকার দিয়েছে। অ্যাটলেটিকো সেন্ত্রো হসপিটালেন্সে- যেখানে সব শুরু হয়েছিল। কুর্নেলিয়া- আমাকে বিশ্বাস করা এবং বেড়ে উঠতে দেওয়ার জন‍্য। নাসতিক দে তাররাগুনা- যেখানে আমি পেশাদার ড্রেসিং রুমে থাকা শিখেছি এবং অসাধারণ সতীর্থদের সঙ্গে পরিণত হয়েছি।’- আরও যোগ করেন তিনি।

দীর্ঘ পোস্টে নিজের সব ক্লাবকে স্মরণ করেছেন স্পেন ও বার্সেলোনা গ্রেট, ‘ভালেন্সিয়া- যে ক্লাব আমাকে আমার স্বপ্ন পূরণ করে প্রথম বিভাগে অভিষেকের সুযোগ দিয়েছে। বার্সেলোনা- আমার আজন্মের ক্লাব। যে ক্লাব আমাকে শিশুর মতো করে বড় করেছে এবং আমাকে আমার ক‍্যারিয়ারের চূড়ায় নিয়ে গেছে, এক দশকের বেশি সময়ে অবিস্মরণীয় সব স্মৃতি এবং সম্ভাব‍্য প্রতিটি শিরোপা জেতা। স্পেন জাতীয় দল- আমাকে জার্সি পরতে দিয়ে সম্মানিত করেছে এবং তার ইতিহাসের ছোট্ট অংশ হতে পারায় আমি কৃতজ্ঞ।’

মিয়ামিকে নিয়ে আলবা লেখেন, ‘সবশেষে ইন্টার মিয়ামি- ধন‍্যবাদ আমার জন‍্য দরজা খোলার জন‍্য, ক্লাবের উদারতা এবং একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাকে এই অভিযান উপভোগ করতে দেওয়ার জন‍্য। উদারতার জন‍্য ভক্তদের ধন‍্যবাদ, আপনারা শিখিয়েছেন এই জার্সি কেবল পরার জন‍্য নয়, এটা অনুভব করেছি। আমি নিজের পুরোটা দিয়েছি, এটা জেনেই এই অধ‍্যায়ের সমাপ্তি টানছি। ফুটবল সবসময় আমার জীবনের অপরিহার্য অংশ ছিল এবং থাকবে। সব কিছুর জন‍্য ধন‍্যবাদ, ফুটবল।’

উল্লেখ্য, আলবা ২০২৭ সালের এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি বাতিল করে অবসরকে বেছে নিলেন তিনি। ২০২৩ সালে বার্সেলোনা থেকে মিয়ামিতে যোগ দেন আলবা। এখানে সতীর্থ হিসেবে পান তিন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেসকে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com