আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ওপর থেকে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি। এর ফলে আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে প্রথমবারের মতো ভারত সফর করার কথা রয়েছে তার। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যদি এই সফর পরিকল্পনা ঠিক থাকে তবে এটিই হবে ২০২১ সালে ক্ষমতা দখলের পর তালেবান-নিয়ন্ত্রিত আফগান প্রশাসনের কোনো জ্যেষ্ঠ নেতার প্রথম ভারত সফর। তাই তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে নয়াদিল্লি। তালেবানের অন্য সদস্যদের সঙ্গে আমির খান মুত্তাকিও জাতিসংঘ আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের আওতায় রয়েছেন। তবে কূটনৈতিক উদ্দেশ্যে মাঝে মাঝে এই নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়া হয়ে থাকে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, নয়াদিল্লি ইতোমধ্যে আফগান প্রশাসনের সঙ্গে কথা বলেছে। গত ৩১ আগস্ট আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারত সেখানে সহায়তা পাঠিয়েছিল। তবে পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
অপরদিকে, আফগান তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমেদ তাকাল বলেন, মুত্তাকির সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য বিনিময়, শুকনো ফলের রপ্তানি, স্বাস্থ্য খাতে সুযোগ-সুবিধা, কনস্যুলার পরিষেবা এবং বিভিন্ন বন্দরের বিষয়ে আলোচনা হবে। তবে মুত্তাকি নয়াদিল্লি সফরের আগে রাশিয়া ভ্রমণ করবেন বলে জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম। সেখানে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে তার।