বহুল প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকবো জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দ্রুতই দেশে ফিরবো।
সোমবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকি। অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবো।
দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনিছে, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি।