দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আফগানিস্তানকে হারাল বাংলাদেশ। এ ম্যাচ জিতল টাইগাররা ২ উইকেটে। ৫ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করল জাকের আলী অনিকের দল।
ওপেনিংয়ে ভালো শুরু না পাওয়া বাংলাদেশ স্কোরবোর্ডে ২৪ রান তুলতে হারিয়ে বসে ৩ উইকেট। টপ অর্ডারের তিন ব্যাটার পারেননি নিজেদের ইনিংস বড় করতে। সেই ব্যর্থতা খানিকটা কাটিয়ে ওঠে চতুর্থ উইকেটে অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারি ৩১ বলে ৫০ রান যোগ করলে। ২৫ বলে ৩২ রান করে জাকের ফিরলে ভাঙে এই জুটি। পরে শামীম ফেরেন অযাচিত রিভার্স সুইপের বলি হয়ে। তার ব্যাটে আসে ২২ বলে ৩৩ রান। তাদের বিদায়ের পর একপ্রান্ত আগলে রেখে জয় নিশ্চিত করেন সোহান। তার ৩১ রানের ইনিংসে ছিল ১ চার ও তিন ছক্কা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইব্রাহিম জাদরানের ৩৮ ও রহমানউল্লাহ গুরবাজের ৩০ রানে ভর করে ৫ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দুইটি করে উইকেট নেন। উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২২ রান খরচ করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান- ১৪৭/৫, ২০ ওভার (জাদরান ৩৮, গুরবাজ ৩০, নাসুম ২/২৫)
বাংলাদেশ- ১৫০/৮, ১৯.১ ওভার (শামীম ৩৩, জাকের ৩১, ওমরজাই ৪/২৩)
ফল- বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : শরিফুল ইসলাম।