শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

‘ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম’

  • সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬.১৫ পিএম
  • ৪৩ জন
ছবি: সংগ্রহীত

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আবারও কড়া সমালোচনা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিবের সমালোচনা করে তার ফেসবুক পোস্ট দেওয়ার পর পালটা পোস্ট দেন বিশ্বসেরা ক্রিকেটার। এর একদিন পর আবার সাকিবের আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচন করা, শেয়ার বাজারসহ নানা আর্থিক কেলেকাংরিতে নাম আসার প্রসঙ্গ তুলে সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট দেন আসিফ।

সাকিবকে উদ্দেশ করে আসিফ লিখেছেন, আইন সবার জন্য সমান। এটা মোকাবেলা করুন (Face it)।

সাকিব আল হাসানের নির্বাচন করার প্রসঙ্গ নিয়ে যুব-ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ‘- তবে এই কথা সাকিব নিজে বলেছেন না অন্য কেউ বলেছেন তা পোস্টে পরিষ্কার না করলেও পরেই আসিফ লিখেছেন, ‘You know who.’

ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেকাংরি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.।’

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। অ্যান্ড অব দ্য ডিসকাশন।’

তবে সাকিবের নাম আসিফ মাহমুদ উল্লেখ না করলেও সবাই বুঝে গেছেন কাকে উদ্দেশ করে তার এই পোস্ট। খোদ সাকিবও বিষয়টি আমলে নিয়ে পালটা পোস্ট দিয়েছেন ফেসবুকে। তবে তিনিও কারও নাম উল্লেখ করেননি।

বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com