মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি। উন্মাদনা ছিল তুঙ্গে। তবে মাঠের লড়াইয়ে লড়াইয়ের ছিটেফোটাও দেখা গেল না। একতরফা লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ওয়ান্ডা মেট্রোপলিটানোয় অ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল করেছেন জুলিয়ান আলভারেজ। একটি করে গোল করেছেন লে নরম্যান্ড, আলেকজান্ডার সরলথ ও অ্যান্তোনিও গ্রিজম্যান। রিয়ালের হয়ে দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গিলের।
লিগে প্রথম ছয় ম্যাচে তিনটি গোল খাওয়া রিয়াল এক ম্যাচেই হজম করল পাঁচটি। এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায়ও পড়ে গেল তারা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে অ্যাটলেটিকো।