শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড সহজ করার দাবি বিজিএমইএর

  • সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৬ এএম
  • ৭১ জন

কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুততর ও সহজতর করা এবং নীতি সহায়তা প্রদানের জন্য কাস্টমস বন্ড কমিশনারেটকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে বিজিএমইএ থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) কমিশনার মিয়া মো. আবু ওবায়দার সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান। এ সময় কাস্টমস বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লা এবং ডেপুটি কমিশনার এইচ,এম, আহসানুল কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধিদল একই উদ্দেশ্য নিয়ে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই মঙ্গলবার কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) কমিশনারের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের এ সাক্ষাৎ।

সাক্ষাৎকালে ফয়সাল সামাদ একটি চিঠি হস্তান্তর করেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত এই চিঠিতে ঢাকা (দক্ষিণ) ও ঢাকা (উত্তর) বন্ড কমিশনারেটের কমিশনারদের কাছে পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড প্রক্রিয়া সহজীকরণ ও নীতি সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। আলোচনার মূল উদ্দেশ্য ছিল পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা, যার জন্য কাস্টমস প্রক্রিয়াগুলো দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত করার বিষয়ে জোর দেওয়া হয়।

বিজিএমইএ-এর পরিচালক ফয়সাল সামাদ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কাছে বেশকিছু নির্দিষ্ট অনুরোধ পেশ করেন। এগুলোর মধ্যে রয়েছেÑপোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সহজ করা, ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে সংশোধিত ইউডি বহির্ভূত ব্যাক টু ব্যাক এলসিগুলোর দ্রুত নিষ্পত্তি, সিবিএমএস (CBMS) সফটওয়্যারের মাধ্যমে বন্ড রেজিস্টার সংরক্ষণ সহজ করা, শুধু সন্দেহের ভিত্তিতে কাটিং তদারকির শর্ত আরোপ না করা, বন্ড লাইসেন্সে এইচ.এস. কোড সংযোজন প্রক্রিয়া সহজ করা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com