কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগ কর্মী আবির হোসেন, বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেন বাবু।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে কারওয়ানবাজার পেট্রোবাংলার অফিসের গেটের সামনে রাস্তার ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাত পরিচয়ের অনেক সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ আবির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় ধাওয়া দিয়ে আকিদুলকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, খিলগাঁও থানা এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাসবিরোধী আইনের সন্দেহভাজন আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন সদস্য ওই এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে খিলগাঁও থানা পুলিশ প্রভাতীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান ও তাহমিদুল হাসানকে গ্রেপ্তার করে। একই দিনে রাত আনুমানিক ৯ টার দিকে খিলগাঁও খানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।