শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি গ্রেপ্তার

  • সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৯ এএম
  • ৪৪ জন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান চালানো হয়েছে। দুই ঘন্টার অভিযানে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানীর বুকিত বিনতাংয়ে অভিযানের ফলে প্রায় সম্পূর্ণ লকডাউন জোনে পরিণত হয়। খবর স্ট্রেইটস টাইমসের।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় টেবিলের নিচে, গুদামঘরে ঢুকে এমনকি ছাদে উঠে পালানো চেষ্টা করেন অনিবন্ধিত বিদেশিরা। এদেরমধ্যে বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এসেছেন।

পুত্রজায়া থেকে আসা অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান।

অভিযান শুরু হওয়ার পরপরই বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি ও জালান সিলন এলাকায় ঢোকা ও বের হওয়ার পথ বন্ধ করে দেয়া হয়। মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ছিলেন ১ হাজার ৬০০ বিদেশি ও ৮৪৫ জন ছিলেন মালয়েশিয়ান নাগরিক।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। বাসরি ওসমান জানিয়েছেন, ৩৯৪ জন বাংলাদেশি পুরুষ ও দুই নারীকে আটক করা হয়েছে। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং আরও কয়েকটি দেশের মোট নয়জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ হলো মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে থাকা, বৈধ পরিচয়পত্র না রাখা এবং অনুমোদনবিহীনভাবে কাজ করা।

বুকিত বিনতাং এলাকাটি দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানে অসংখ্য দোকান ও ছোটখাটো ব্যবসা বিদেশিরা চালান, যা অন্য অভিবাসীদেরও টেনে আনে।

গ্রেপ্তার হওয়া সবাইকে প্রথমে পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদেরকে পাঠানো হবে বিভিন্ন ডিটেনশন সেন্টারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com