শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের ভিসা অনুমোদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র

  • সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৯ এএম
  • ২২৩ জন

গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জন্য ভিসা অনুমোদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা, শিক্ষা, পারিবারিক সফর এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা পাওয়া এখন অনেকের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি ‍এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১৮ আগস্ট বিশ্বের সব মার্কিন কূটনৈতিক মিশনে পাঠানো স্টেট ডিপার্টমেন্টের এক তারবার্তায় এই নতুন বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, গাজা ও পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি আবেদনকারীদের অ-অভিবাসী ভিসা (নন-ইমিগ্রান্ট ভিসা) প্রদান আপাতত বন্ধ থাকবে। চারটি আমেরিকান সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দুই সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্ট জানায় যে তারা গাজা থেকে আসা ভিসা আবেদনকারীদের বিষয়ে ‘পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা’ শুরু করেছে। এই পর্যালোচনা চলাকালীন গাজাবাসীদের ভিজিটর ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে।

এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে, যার কারণে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে পারবেন না।

বিশ্লেষকদের মতে, এই ভিসা স্থগিতাদেশ এসেছে এমন এক সময়ে, যখন ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। ইতোমধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে ইসরাইল বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে এবং পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গাজাভিত্তিক হামাসের মধ্যে ঐক্য প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের আগে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করছেন।

এই সিদ্ধান্তে ফিলিস্তিনপন্থি মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। তারা এটিকে রাজনৈতিক চাপ প্রয়োগের অংশ এবং ফিলিস্তিনি প্রতিনিধিদের কণ্ঠরোধ করার চেষ্টা হিসেবে দেখছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com