নেদারল্যান্ডসের জার্সিতে নেই কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের লোগো। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের সঙ্গে যখন ডাচ কাপ্তান স্কট এডওয়ার্ডস ট্রফি উন্মোচন করলেন- তখন এই পার্থক্যটা খুব সহজেই চোখে পড়ল। তাদের এমন জার্সি স্পষ্ট আভাস দেয় দেশটিতে ক্রিকেট কতটা পেছনে। ক্রিকেট দুনিয়াতেও খানিকটা দুর্বলতম প্রতিপক্ষ হিসেবেই ভাসে নেদারল্যান্ডসের নাম। নামের সঙ্গে ‘আন্ডারডগ’ তকমা থাকায় বাংলাদেশের সঙ্গে নির্ভার হয়ে মাঠে নামবে সফরকারীরা। অন্যদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ ভালো খেলা। পাশাপাশি এশিয়া কাপের আগে এই সিরিজ বাংলাদেশের ম্যাচ খেলার ঘাটতি মেটানোর একমাত্র উপায়। এশিয়া কাপের প্রস্তুতি সিরিজ হলেও এখনই মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে কোনো ভাবনা নেই বাংলাদেশের। বরং, আপাতত পূর্ণ দৃষ্টি নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ঘিরেই। আজ সন্ধ্যা ৬টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে বাংলাদেশ।
গত পরশু বৃষ্টির কারণে মূল মাঠে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। গতকালের রৌদ্রতপ্ত দুপুরে সেন্টার উইকেটে অনুশীলনের ওই ঘাটতি মেটায় লাল-সবুজের প্রতিনিধিরা। লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের সেই অনুশীলন পুরোটা সময় দেখার সুযোগ অবশ্য হয়নি। সাংবাদিকদের জন্য শেষদিকে অল্পকিছু সময় অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হয়। যখন অনুশীলন দেখার সুযোগ তৈরি হয়েছিল, তখন মাঠে অনুশীলন করছিলেন নুরুল হাসান সোহান-জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়রা। বড় বড় শটে বল মাঠ ছাড়ার করার অনুশীলনে বেশি দেখা গেছে তাদের। এই অনুশীলন প্রায় এক মাস ধরেই নিয়মিত করছে বাংলাদেশ। এখন অনুশীলনের পুরো ব্যাপারটা মাঠে কতটা প্রয়োগ করতে বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষা।
দীর্ঘ এক বছরের বেশি সময় পর সিলেটে হবে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সবশেষ গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার সিরিজ হারলেও এবার অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী লাল-সবুজের প্রতিনিধিরা। আশাবাদী হলেও চ্যালেঞ্জিং হবে এই বিশ্বাসটুকু আছে কোচ সিমন্সের কণ্ঠে। তার কথায়, ‘নেদারল্যান্ডস যেখানেই খেলে সব জায়গায় ভালো করে। সবশেষ (টি-টোয়েন্টি) বিশ্বকাপেও ভালো খেলেছে। এটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।’ নেদারল্যান্ডস সিরিজ চ্যালেঞ্জিং বলা সিমন্সের কাছে প্রশ্ন ছিল এশিয়া কাপ নিয়েও। তবে মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে এখনই কপালে চিন্তার ভাঁজ ফেলতে নারাজ তিনি। সিমন্স বলেন, ‘এখনই এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এই সিরিজের পর এশিয়া কাপ আসবে। এখন একটি আন্তর্জাতিক দলের সঙ্গে আন্তর্জাতিক সিরিজ। পুরো দৃষ্টি এখন এই দিকে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে দুশ্চিন্তা আছে শামীম পাটোয়ারীকে ঘিরে। ইনজুরির কারণে প্রথম ম্যাচে তার খেলা অনেকটাই অনিশ্চিত। তার বদলি হিসেবে আজ মাঠে নামতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। পারভেজ হোসেন ইমনকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও সেই শঙ্কার কালো মেঘ কেটে গেছে। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে তাকে দেখা যাওয়াটা প্রায় নিশ্চিত। এছাড়া লিটন দাস, মোস্তাফিজুর রহমান, শেখ মাহেদি, রিশাদ হোসেনরা থাকবেন। অর্থাৎ পাকিস্তান সিরিজের একাদশের মতো একাদশ নিয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ।