ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, আখতার আহমেদ ঘোষিত রোডম্যাপ অনুসারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন।
তিনি জানান, ভোটগ্রহণের জন্য ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।