শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

৫০০ উইকেট নিয়ে সাকিবের অনন্য কীর্তি

  • সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১.২২ এএম
  • ১৪৯ জন

ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) চলমান আসরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সাকিব আল হাসান। অবশেষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে নিজের চেনা ছন্দে ফিরলেন তারকা অলরাউন্ডার। তাতেই এক অনন্য কীর্তি ধরা দিল তার নামের পাশে।

ম্যাচটিতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে অ্যান্টিগা। ব্যাটে বলে নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন সাকিব। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩৩ রানে থামে সেন্ট কিটসের ইনিংস। তাদের হাতের নাগালে রাখার পথে দুর্দান্ত বোলিং করেন সাকিব। ২ ওভারে ১১ রান খরচায় নেন ৩ উইকেট। সপ্তম বোলার হিসেবে আক্রমণে এসে নিজের করা প্রথম ওভারের শেষ বলে মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করেন। সেই সঙ্গে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

টি-টোয়েন্টি সাড়ে ৭ হাজারের বেশি রান করেছেন সাকিব। এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল স্পর্শ করা একমাত্র ক্রিকেটার বনে গেলেন তিনি। ৪৯৮ উইকেট নিয়ে সিপিএল খেলতে এসেছিলেন সাকিব। অ্যান্টিগার হয়ে প্রথম চার ম্যাচের তিনটিতে বোলিং করে নেন এক উইকেট। এবার সেন্ট কিটসের বিপক্ষেই নিলেন ৩ উইকেট। ৪৫৭তম ম্যাচে এসে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি। এরপর ব্যাট হাতে ১৮ বলে খেলেন ২৫ রানের ইনিংস। সব মিলিয়ে দারুণভাবেই ফর্মে ফিরলেন সাকিব।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রশিদ খান। আফগান লেগস্পিনারের ঝুলিতে আছে ৬৬০ উইকেট। ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে আছেন ডোয়াইন ব্রাভো। তিনে থাকা সুনিল নারিনের শিকার ৫৯০ উইকেট। তালিকার চারে আছেন ইমরান তাহির। ৫৫৪ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই লেগস্পিনার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com