সিলেটের ভোলাগঞ্জে আলোচিত ও দৃষ্টিনন্দন সাদা পাথর পর্যটনকেন্দ্রে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে শুরু করেছে। লুট হওয়া পাথর পুনঃস্থাপনে প্রশাসনের জোরালো ভূমিকা আশা জাগিয়েছে পর্যটকদের। উদ্ধার করা সাদা পাথর বিছিয়ে দেওয়া হচ্ছে স্বস্থানে। ফলে ধীরে ধীরে স্বরূপে ফিরছে এই এলাকা। আবারও ভিড় জমবে দেশি-বিদেশি পর্যটকদের।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে ও পাথর লুট রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে।
তিনি বলেন, আগামী ২৫ আগস্ট বিকাল ৫টার মধ্যে লুট হওয়া সাদা পাথর যেখানে পাওয়া যাবে সেগুলোর নিজ দায়িত্বে প্রতিস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জের ইউএনও এটা তদারকি করবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নের মেম্বাররা কোন কোন জায়গায়