রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

ইকুয়েডরে নাইটক্লাবে গুলিতে ৮ জনের মৃত্যু

  • সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯.৫৭ এএম
  • ১১১ জন

ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি নাইটক্লাবের বাইরে বন্দুকহামলায় আটজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর সিবিএস নিউজের।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গুলিতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আরেকজন মারা যায় হাসপাতালে নেয়ার পর। নিহতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

সান্তা লুসিয়াতে এই হামলা হয়। শহরটিতে প্রায় ৩৮ হাজার মানুষের বসবাস। সম্প্রতি এই রাজ্যে গ্যাং সহিংসতা ঠেকাতে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবায়া।

পুলিশ কর্নেল চ্যাঙ্গো বলেন, বন্দুকধারীরা দুটি পিকাপ ও মোটরসাইকেলে করে এসে এলোপাথাড়ি গুলি চালায়। ন্যাপলোপের ওই নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১ টা ১৫ মিনিটে এমন ঘটনা ঘটে।

এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮০০ কার্তুজের খোসা উদ্ধার করেছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা জানতে পারেনি পুলিশ।

হামলাকারীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে এল ওরো প্রদেশের কাছে বন্দুকধারীরা একটি নৌকায় হামলার দুই দিন পর নাইট ক্লাবে হামলার এ ঘটনা ঘটলো। নৌকায় বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছিলো।

সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলায় অনেক মানুষ নিহত হয়েছে; যার বেশিরভাগই ইকুয়েডরের চারটি উপকূলীয় প্রদেশ এল ওরো, গুয়াস, মানাবি এবং লস রিওসে ঘটেছে। এই সব প্রদেশে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com