শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

ঋতুপর্ণাকে বাড়ি করে দেবে বিসিবি

  • সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১২.০৫ পিএম
  • ১৫৩ জন

বাংলাদেশ নারী ফুটবলের নবজাগরণে যে কয়েকজনের নাম সবার আগে উঠে আসবে তাদের মধ্যে ঋতুপর্ণা চামকা অন্যতম। দলের দারুণ সব সাফল্যের এই কারিগরকে থাকতে হয় জরাজীর্ণ এক বাড়িতে। অবশেষে ঋতুপর্ণার পরিবারের মুখে হাসি ফুটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফুটবলারকে বাড়ি করে দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল শনিবার বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, ইতোমধ্যে বাড়িটির নকশা এবং প্রয়োজনীয় সবকিছু বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। বোর্ড সভায় সেটার অনুমোদন দিয়েছেন সংস্থাটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঋতুপর্ণার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মঘাছড়ি গ্রামে। বাবা ও ভাইয়ের মৃত্যুর পর সংসার চালানোর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত আয়ের চিকিৎসা খরচও বহন করতে হয় ঋতুপর্ণাকে। এতোকিছু সামলে নতুন একটি বাড়ি করা হয়ে উঠছিল না তার। অবশেষে তার পাশে দাঁড়াল বিসিবি।

বাংলাদেশের হয়ে দুটি নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন ঋতুপর্ণা। সবশেষ আসরের তো জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরষ্কার। কিছুদিন আগে বাংলাদেশকে নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট এনে দিতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই উইঙ্গার কাম মিফফিল্ডার। সব মিলিয়ে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ নারী ফুটবলের আলোচিত নাম ঋতুপর্ণা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com