চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৪৭ শতাংশ বেশি। গত বছরের জুলাইতে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
খাত সংশ্লিষ্টরা বলেছেন, গত সরকারের আমলে ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে হুন্ডি ব্যবসা করা হতো। এতে বৈধ পথে দেশে প্রবাসীয় আয় কম আসতো। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জালিয়াতির মাধ্যমে নেওয়া ব্যাংক ঋণ বন্ধ হয়েছে। এতে হুন্ডির ব্যবসা কমে গেছে। তাই বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। প্রবাসী আয়ের শক্তিশালী প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে ডলারের ওপর চাপ কমে গেছে।