জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাসহ একযোগে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে পৃথক প্রিজন ভ্যানে করে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনালে যাদেরকে আনা হয়েছে এরমধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আছেন আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়।