তুলাসহ বস্ত্র কারখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের তন্তু কিংবা সুতা তৈরিতে ব্যবহৃত প্রক্রিয়াকৃত তন্তু আমদানিতে উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার এনবিআরের সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উৎসে কর প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।
এসব পণ্য আমদানিতে ২ শতাংশ উৎসে কর আরোপ ছিল। বস্ত্র মিল মালিকদের দাবির প্রেক্ষিতে উৎসে কর কমানোর বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
যেসব পণ্যের উপর থেকে উৎসে কর প্রত্যাহার করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের তুলা, সিনথেটিক ফাইবার, সিনথেটিক স্টেপল ফাইবার, নাইলন, পলিস্টার, কৃত্রিম তন্তু, তন্তুর বর্জ্য ইত্যাদি।