বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর এমসিকিউ পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে।
বিশেষ নির্দেশনাগুলো হলো- সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই হলে প্রবেশ করতে হবে, সাড়ে ৯টায় হলের মূল গেট বন্ধ করা হবে, এরপর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবেন না; পরীক্ষার হলে প্রবেশের সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী সঙ্গে রাখা যাবে না, কারো কাছে নিষিদ্ধ কিছু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে যেতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যথেষ্ট সময় নিয়ে হলে উপস্থিত হওয়ার জন্যও পরামর্শ দিয়েছে পিএসসি।