আজকে দেশের ৮ বিভাগের বেশকিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে তুলনামূলক সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা(সীমান্ত এলাকাগুলোতে বেশি) , রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ সহ এর আশেপাশের এলাকাগুলোতে।
কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে। তবে এসব বিভাগে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতেপারে।
লঘুচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে চলে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেক কমে এসেছে।পাশাপাশি সাগরও স্বাভাবিক হয়ে আসতেছে।
দক্ষিনাঞ্চলে বৃষ্টি বলয় ১৭ তারিখ পর্যন্ত চললেও উত্তরে বৃষ্টিপাত আরো ২/১ দিন চলতে পারে।তবে একটানা ভারী বৃষ্টির প্রবনতা কমে যাবে।