মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

নাটকীয়তার ম্যাচে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

  • সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১২.৪৫ পিএম
  • ১৪ জন

এক প্রান্তে একের পর এক উইকেট পড়ছে, অন্য প্রান্তে ‘চীনের মহাপ্রাচীর’ হয়ে দাঁড়িয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা। তাতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্ট জমে উঠেছিল। ১ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় সেশন পার করে দিয়েছিল ভারত। তবে লাভ হলো না। তৃতীয় সেশনে মোহাম্মদ সিরাজ বোল্ড হতেই ২২ রানে জয়ের আনন্দে ফেটে পড়ে বেন স্টোকসের দল। জাদেজা অপরাজিত থাকেন ৬১ রানে। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

 

পঞ্চম দিনের শুরুতেই ফিরে যান রিশভ পান্ত। জোফরা আর্চারের বলটা নিখুঁতভাবে অফ স্টাম্পে পড়ে ভেতরে ঢুকে উড়িয়ে দেয় ৯ রানে থাকা পান্তের স্টাম্প। শুরুতেই ধাক্কা খাওয়া ভারত আরো বড় ধাক্কাটা খায় রাহুলকে হারিয়ে। সকালের সেশন থেকেই একটানা বল করে যাচ্ছিলেন স্টোকস। জয়ের খোঁজে মরিয়া ইংল্যান্ড দলপতি ইনজুরির শঙ্কা তোয়াক্কা না করে টানা ৯ ওভার বোলিং করার সুফলও পেলেন। গুড লেংথ ফোর্থ স্টাম্প, রাহুল ব্যাট তোলার আগেই বল আঘাত করল প্যাডে। জোরাল আপিল, কিন্তু আম্পায়ার অনড়! রিভিউ নিলেন স্টোকস। তাতে দেখা গেল, বল রাহুলের লেগ স্টাম্প উড়িয়ে নিয়ে যেত। পুরো সিরিজে ভারতের জন্য ‘মিস্টার কুল’ হয়ে থাকা রাহুল ৩৯ রানে ফিরতেই উল্লাসে ফেটে পড়ে ইংল্যান্ড।

 

পরের ওভারে নিজের বলেই ক্যাচ নিয়ে ওয়াশিংটন সুন্দরকে ফেরান আর্চার। কোনো রান না করে বিদায় নেন সুন্দর। এরপর দারুণ এক জুটিতে ম্যাচ ড্রয়ের দিকে নেওয়ার ইঙ্গিত দেন রবীন্দ্র জাদেজা ও নিতীশ কুমার রেড্ডি। দুজন মিলে দেখেশুনে যখন লাঞ্চ বিরতিতে যাবেন, তখনই ওকসের আঘাত। লাঞ্চের মাত্র ১ বল আগে ১৩ রান করা রেড্ডিকে ফিরিয়ে ম্যাচ জয়ের সুবাস নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।

 

লাঞ্চ বিরতি থেকে এসে ফিরে জাদেজার সঙ্গে জুটি বাঁধেন বুমরাহ। দুজন মিলে গড়ে তুলেছিলেন ‘চীনের প্রাচীর’। একের পর এক বোলার পরিবর্তন করেও সাফল্য পাচ্ছিলেন না স্টোকস। অবশেষে স্টোকস নিজেই ভাঙলেন ১৩২ বলে গড়ে ওঠা ৩৫ রানের জুটি। তার বাউন্সারে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন বুমরাহ (৫)। এরপর জাদেজা ও সিরাজের প্রতিরোধ। সেই প্রতিরোধ থেমে যায় তৃতীয় সেশনে সিরাজ (৪) বোল্ড হলে।

 

এর আগে প্রথম ইনিংসে জো রুটের রেকর্ড সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৮৭ রান করে ইংল্যান্ড। জো রুটের (১০৪) টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরির সঙ্গে জোড়া ফিফটি করেন স্মিথ (৫১) ও কার্স (৫৬)। জবাব নিজেদের প্রথম ইনিংসে রাহুলের শতরান (১০০), পান্ত (৭৪) ও জাদেজার (৭২) ফিফটিতে ভর করে ভারতও ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। চতুর্থ দিনেই রান তাড়ায় নেমে একই অবস্থা হয় শুবমান গিলের দলেরও। চতুর্থ দিন দুই দল মিলিয়ে উইকেট পড়েছে মোট ১৪টি।

 

দুর্দান্ত নেতৃত্বের সঙ্গে ম্যাচে ৭৭ রান ও ৫ উইকেট দখল করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বেন স্টোকস। পরের টেস্ট শুরু হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারে।

 

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : প্রথম ইনিংসে ৩৮৭ ও দ্বিতীয় ইনিংসে ১৯২

ভারত : প্রথম ইনিংসে ৩৮৭ ও দ্বিতীয় ইনিংসে ১৭০

ফল: ইংল্যান্ড ২২ রানে জয়ী

সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে

ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com