গাজার বিভিন্ন স্থানে বুধবার ভোর থেকে চালানো ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। বুধবার সকালে গাজা সিটির উত্তরাঞ্চলে শাতি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে আট জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ৩০ জন ।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দেইর-আল বালাহতে একটি বাড়িতে হামলায় দু’জন মারা গেছে। খান ইউনিসে আরেকটি হামলায় নিহত হয়েছেন আরো দুই জন।
এদিকে, পশ্চিম তীর থেকে ১৪ জন ফিলিস্তিনিকে ধরে গেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে হুসান শহর থেকে সাত জন, সালফিত থেকে দুই শিশুসহ চারজন, আর-রাম থেকে বাবা ও ছেলেকে এবং কালকিলিয়া থেকে একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।
এরআগে, মঙ্গলবার ইসরাইলের হামলায় মারা যায় ৯৫ জন ফিলিস্তিনি। এদিকে, গাজার জ্বালানি সংকট সঙ্কটজনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ)। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, বুধবার সকালের মধ্যে তাদের জ্বালানি সরবরাহ শেষ হয়ে যাবে।
অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠক করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্। তবে কোনো স্পষ্ট অগ্রগতি হয়নি।