মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

কে জিতবে আজ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নাকি বৃষ্টি

  • সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০.৩৯ এএম
  • ১৬ জন

কলম্বো থেকে এখন বাংলাদেশ দলের ঠিকানা ক্যান্ডি। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আজ দুপুর ৩টায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে দুদল একটি করে ম্যাচ জেতায় শেষ ম্যাচটি পরিণত হয়েছে ‘ফাইনালে’। দুদলের এ লড়াইয়ে যারা জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি। ৭ ম্যাচ পর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে। এ জয়ের পর লাল-সবুজ প্রতিনিধিদের ড্রেসিংরুমে দারুণ আত্মবিশ্বাস। এবার সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নিতে পারে কি না-সেটাই এখন দেখার অপেক্ষা। তবে বাংলাদেশের এই লক্ষ্যযাত্রায় বড় বাধা হয়ে আসতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা, বাংলাদেশ, নাকি বৃষ্টির জয় হয়-সেটাই দেখার অপেক্ষা।

দুই পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জয় পাওয়ার পরও আজকের ম্যাচের আগে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে। পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ।

পাল্লেকেলের উইকেটে বরাবরই থাকে ব্যাটারদের দাপট। লোয়ার অর্ডারে তাসকিন আহমেদের থাকাটা বাংলাদেশের জন্য হতে পারে কার্যকরী সিদ্ধান্ত। ব্যাটিংসহায়ক উইকেটে টপ অর্ডার ব্যাটারদেরই নিতে হবে গুরুদায়িত্ব।

শ্রীলঙ্কার একাদশে থাকতে পারে একটি পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। লোয়ার অর্ডারে জেনিথ লিয়ানেগে ছাড়া আর কেউ নিতে পারেননি দায়িত্ব। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মিলান রত্নানায়েকেকে দলে ফেরাতে পারে শ্রীলঙ্কা। এছাড়া ব্যাটিংসহায়ক উইকেটের কথা মাথায় রেখেও তাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে পারে স্বাগতিকরা। এ মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তাতে ব্যাটিং নিয়ে খানিকটা নির্ভার থাকার সুযোগ আছে স্বাগতিকদের সামনে।

সিরিজ নির্ধারণী এ ম্যাচে দুদল মাঠে ভালো খেলার পাশাপাশি লক্ষ রাখবে বৃষ্টির দিকেও। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে থাকতে পারে বৃষ্টির বাধা। ফলে খেলা কার্টেল ওভারে নেমে আসার জোর সম্ভাবনাও আছে। এমন সম্ভাবনার কারণে এ ম্যাচে টস রাখবে বড় ভূমিকা। সব বাধা অতিক্রম করে জয় পেলে বাংলাদেশের জন্য এটি হবে দারুণ রেকর্ড। কারণ, এর আগে একবারই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়ে লাল-সবুজ প্রতিনিধিরা।

এই ম্যাচে মাঠে নামার আগে অতীত স্মৃতি অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলছে। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে খেলা দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৩ সালে ওই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৩ উইকেটের জয় পায়। এক দশক পর ২০২৩ সালে অবশ্য ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ হেরেছিল। এক দশকের ওই পুরোনো শক্তি ফেরাতে পারলে আজ ওয়ানডে সিরিজের ট্রফি হতে পারে বাংলাদেশের।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com