জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সব কাস্টমস হাউজ, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনগুলোর চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণীর চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক। সরকার কর্তৃক জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। এর আগে গত রোববার সরকারের এক বিজ্ঞপ্তিতে আমদানি-রপ্তানিতে জড়িত সার্ভিসকে অত্যাবশকীয় হিসেবে গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়।