ইন্টার মিয়ামিকে পেয়ে ছেলেখেলা করল (পিএসজি-PSG)। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে লিওনেল মেসির ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টটি। ফ্লোরিডার দলটিকে ধসিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। মাঠের লড়াইয়ে থেকেও দলের জন্য কিছুই করতে পারেননি আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। ছিলেন নিজের ছায়া হয়ে।
গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে গেলেও শেষ ষোলোতে এসে বাস্তবতা টের পেল ফ্লোরিডার ক্লাবটি। ইউরোপিয়ান ক্লাব ফুটবল থেকে নিজেদের পার্থক্যটা বুঝতে পারলেন কোচ হ্যাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
পিএসজিতে সময়টা মোটে ভালো কাটেনি মেসির। স্বাভাবিকভাবেই ফরাসি চ্যাম্পিয়নদের প্রতি ক্ষোভ খানিকটা হলেও পুষে রেখেছেন নিজের মনে। কিন্তু সাবেক ক্লাবের সঙ্গে পুনর্মিলনের মঞ্চে নিজের মনের সেই রাগ উগড়ে দিতে পারলেন না মেসি। বড় ব্যবধানে হারতে হলো তার দলকে। ম্যাচের ছয় মিনিটের মধ্যে জোয়াও পেদ্রো নেভেস এগিয়ে দেন পিএসজিকে। লড়াইয়ের ৩৯ মিনিটে জ্বলে ওঠেন জোয়াও পেদ্রো নেভেস।
প্রথমার্ধ শেষের এক মিনিট আগে বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মিয়ামির ডিফেন্ডার টমাস অগাস্টিন অ্যাভিলেস। আর প্রথমার্ধের ইনজুরি টাইমের ৩ মিনিটে গোল ব্যবধানে বাড়িয়ে দেন পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি।
একনজরে ফল
পিএসজি ৪-০ ইন্টার মিয়ামি