শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

হামলার পর আবারো ইরানকে হুমকি দিলেন ট্রাম্প

  • সময়: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০.০২ এএম
  • ১৬৩ জন

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার রাতে এ হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ হামলার পর ইরানকে আবারো হুমকি দিয়েছেন তিনি।খবর আল জাজিরার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে।’

তিনি বলেন, ‘মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব।’

এর আগে স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

প্রসঙ্গত, ইসরাইলের ৯ দিনের অব্যাহত হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৫৪ জন নারী ও শিশু রয়েছে।

শনিবার (২১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসম্পর্ক বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য জানান।

কেরমানপুর আরও জানান, এই হামলায় ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ২২০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ২৩২ জন হামলার ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com