টেস্ট ম্যাচ পাঁচ দিনের স্থলে হতে যাচ্ছে চার দিনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও হতে যাচ্ছে চার দিনের। তবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিজেদের মধ্যে যেসব টেস্ট ম্যাচ খেলবে, সেগুলো পাঁচ দিনের হবে।
আইসিসি থেকে অনুমোদনও পেয়েছে এই সিদ্ধান্ত। এখন শুধু খেলা মাঠে গড়ানোর অপেক্ষা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর।
মূলত ছোট দেশগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করতেই চার দিনের টেস্ট আয়োজনের সিদ্ধান্ত। কারণ, ছোট দেশগুলো সময়সূচি এবং খরচের জন্য টেস্ট ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখায় না। শুধু দিনের সংখ্যাই নয়, টেস্টে আরো কিছু নিয়মে পরিবর্তন আসতে পারে।
আইসিসি সূত্র জানিয়েছে, চার দিনের টেস্ট ম্যাচে দিনে ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার খেলা হবে। সময়ের দিকে খেয়াল রাখা হবে। নিয়মের ব্যাপারে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।