মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন হবে

  • সময়: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.১৯ এএম
  • ১০ জন

এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনে জারি করা অধ্যাদেশে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রণালয়। রোববার অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।

এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন বিষয়ে গত ২২ মে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রেসনোটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সরকার আশা করেছিল যে অধ্যাদেশের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর এবং কাস্টমস ও ভ্যাট সার্ভিসের সকল উদ্বেগের অবসান ঘটবে। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রেস রিলিজ থেকে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়ে গেছে মর্মে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিম্নরূপ অধিকতর স্পষ্টিকরণে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে- জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

এখানে উল্লেখ্য, অধ্যাদেশ বাতিলসহ ৩ দফা দাবিতে গত ১৪ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’ পরবর্তীতে চেয়ারম্যানের অপসারণের দাবিও যুক্ত করে তারা। এদিকে দাবি আদায়ে আগামীকাল থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে তারা। তবে অর্থমন্ত্রণালয় থেকে এ ঘোষণা আসায় করণীয় নির্ধারণে বৈঠক করছে বলে এনবিআরের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি পর্যালোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com